News update
  • Indonesia flood death toll rises to 50 with 27 missing     |     
  • 12 dead, dozens injured in India billboard collapse     |     
  • BD-India minister-level water-talk after Indian polls: Verma     |     
  • 18-year-old boy hit by train in Dhaka’s Gulbagh dies     |     

বশেমুরবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2022-08-18, 1:18pm

image-54598-1660802427-6f0b1f3902f7ee9ab52507d889703ce51660807116.jpg




আগামী ২০ আগস্ট শনিবার দুপুর ১২টায় শুরু হতে যাওয়া ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ওই দিন অনুষ্ঠিতব্য ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিবেন ৩৭১ জন পরীক্ষার্থী।

বশেমুরবিপ্রবি’র  উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম  সংবাদ বিজ্ঞপ্তির মাধমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ জুলাই ২০২২ তারিখ থেকে গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তথ্য সূত্র বাসস।