
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতির অগ্রগতি সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়েকে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৩ নভেম্বর) নির্বাচন ভবনে সিইসির সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, প্রবাসীদের ভোট প্রক্রিয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।
এক ঘণ্টার বৈঠক শেষে সচিব জানান, একই দিনে গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব বলে মনে করে কমনওয়েলথ। তবে ইসি যে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, তা দেখে আশাবাদ ব্যক্ত করেছেন কমনওয়েলথ মহাসচিব বলেও জানান ইসি সচিব।
প্রবাসীদের ভোটের আওতায় আনার সুযোগ করে দেয়ায় ইসিকে ধন্যবাদ জানিয়েছে এইআই অপব্যবহারে ইসিকে সর্তক করেছে। নির্বাচন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের উদ্যোগ জানতে চেয়ে কমনওয়েলথ প্রচার প্রচারণার উপর জোর দিয়েছে। নারী ভোটার অংশগ্রহণ ও ভোটার তালিকা সংশোধন, মহিলা ভোটারদের অংশগ্রহণ নিয়ে ইসির প্রশংসা করে কমনওয়েলথ। তবে কমনওয়েলথ এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় নিয়ে নির্দিষ্ট কিছু জানায়নি বলে মন্তব্য করেন সচিব।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইসি জানান, সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন-এই তিন জোনে ভাগ করা হচ্ছে। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। নির্বাচনে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে কমনওয়েলথ বলে ইসিকে আশ্বস্ত করেছে।
নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ৮০ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডাকছে ইসি। সংলাপ মঙ্গলবার (২৫ নভেম্বর)। সকাল বিকেল দুই ভাগে হবে সংলাপ।