News update
  • Inflation Dips to 8.29% in August, Lowest in 3 Years     |     
  • Eminent writer Badruddin Umar passes away     |     
  • Dhaka’s air recorded ’moderate’ Sunday morning     |     
  • Clashes in Hathazari over FB post; Section 144 imposed     |     
  • Total Lunar Eclipse to Be Visible Sunday Night     |     

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে: আনোয়ারুল ইসলাম

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-09-07, 4:54pm

2ea3052f0c0d0ce9bcfbd1fda50b569029d862fe76641700-9cce3cbf0f589de7faeb5af970200d891757242457.jpg




এখন পর্যন্ত পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, ভোট না হওয়ার কোনো কারণ নেই। ইসি ত্রুটিপূর্ণ সংসদীয় আসনগুলো বিন্যাস করেছে। ইসির আসন বিন্যাস নিয়ে কোনো আন্দোলন কিংবা কর্মসূচি হলে এর আইনগত ভিত্তি নেই।

ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গেজেট প্রকাশ করেছে ইসি। এ সীমানায় ভোট হবে এবার।

কিন্তু সংসদীয় আসন নিয়ে ইসির এমন সিদ্ধান্ত মানতে নারাজ অনেকেই। ফলে গেজেট প্রকাশের পর থেকে বাগেরহাট, পাবনা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, রাস্তা অবরোধের মতো কর্মসূচি পালন করছে। একইসঙ্গে আইনের আশ্রয় নেয়ার হুমকি দেন তারা।

তবে কত আসনের সীমানার পুননির্ধারণ হয়েছে রোববার (৭ সেপ্টেম্বর) এর সঠিক হিসেব জানতে চাইলে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, এই মুহূর্তে সংখ্যা জানা নেই তার।

তিনি বলেন, সম্পূর্ণ আইন মেনে ও নিরপেক্ষতা বজায় রেখে সীমানা পুননির্ধারণ করা হয়েছে। এ নিয়ে কোনো আন্দোলন কিংবা কর্মসূচি হলে এর আইনগত কোনো ভিত্তি নেই।

ভোটের পরিবেশ নিয়ে ইসির অবস্থা জানতে চাইলে কমিশনার বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ ভোটের অনুকূলে রয়েছে।

তিনি আরও জানান, চলতি মাসেই দেয়া হবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন। এর আগেই অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।