News update
  • Queen of Denmark to Address Global Fashion Summit: C’hagen      |     
  • Rafah exodus reaches 360,000 as UN makes $2.8 bn aid appeal     |     
  • Bangladeshi cattle trader injured in BSF firing in Benapole     |     
  • 36 dengue patients hospitalised in 24 hours     |     
  • Emirates sees $4.7 billion record profit in 2023 after pandemic     |     

টাঙ্গাইলে হিটস্ট্রোকে ম‌হিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2024-04-28, 8:41pm

9599896551eb8ea0dde11f355c8d5e99126385da8b121a9c-def742c5b6fce2063e14a5b7238551ec1714315347.jpg




টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ম‌হিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপজেলা প‌রিষ‌দ নির্বাচ‌ন স্থ‌গিত করেছে নির্বাচন ক‌মিশন।

রোববার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষ‌রিত চি‌ঠিতে উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

ম‌রিয়ম আখতার মুক্তা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং সাবেক এমপি হাতেম আলী তালুকদারের নাতনী ছিলেন।

জানা গেছে, গোপালপুর উপজেলা প‌রিষদের বর্তমান ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান ম‌রিয়ম আখতার মুক্তা এবার প্রার্থী হয়েছিলেন। সম্প্রতি তি‌নি ময়মন‌সিংহে আত্মীয়ের বা‌ড়িতে বেড়াতে যান। সেখানেই গত শুক্রবার (২৬ এপ্রিল) অসুস্থ‌ হয়ে পড়লে দ্রুত তাকে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। পরে সেখানেই চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মৃত‌্যুবরণ করেন।

ম‌রিয়ম আখতার মুক্তা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং সাবেক এমপি হাতেম আলী তালুকদারের নাতনী ছিলেন।

স্থ‌গিতের ওই চি‌ঠিতে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে ৮ মে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হয়। এতে সব পদের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে চতুর্থ ধাপে আগামী ৫ জুন ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

তা ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতোপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়ন দাখিলের প্রয়োজন হবে না এবং আগে মনোনয়নপত্র দাখিলকারীদের প্রত্যাহারের সুযোগ দেয়া যাবে।

গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পূর্বের মনোনয়ন বহাল থাকবে, উক্ত পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়নপত্র দিতে হবে।

নিহত ভাইস চেয়ারম‌্যান প্রার্থী ম‌রিয়ম আখতার মুক্তার স্বামী বলেন, প্রচণ্ড তাপদাহের কা‌র‌ণে স্ত্রী হিট‌স্ট্রোকে মারা গেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী মারুফ হাসান জামী।

উপজেলায় মোট ভোটার সংখ‌্যা দুই লাখ ২৮ হাজার ৭১। এরম‌ধ্যে পুরুষ ভোটার সংখ‌্যা এক লাখ ১৪ হাজার ৬৬‌ জন এবং ম‌হিলা ভোটার সংখ‌্যা এক লাখ ১৪ হাজার চারজন। তথ্য সূত্র আরটিভি নিউজ।