News update
  • BD has zero-tolerance on illegal migration: PM tells UK state minister     |     
  • We’re against border killings; it’s unfortunate: FM     |     
  • UZ : UP member jailed, another held for obstructing voters      |     
  • Two BD youths shot dead by BSF near Tetulia border     |     
  • Assessing climate migration in BD requires research: IOM DG     |     

কলাপাড়ায় দুই ইউপিতে নৌকা, দুইটিতে পাখা, একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত

নির্বাচন 2023-03-16, 11:45pm

election-commission-2cc71e54823b3db9fcc2d9f26d9ee7061678988740.jpg

election commission



পটুয়াখালী: ইসির কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। 

পাঁচটি ইউনিয়নেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। পাঁচটি ইউনিয়নের কোথাও কোন প্রকার গোলযোগ হয়নি। পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইটিতে নৌকা, দুইটিতে পাখা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী  বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। 

নির্বাচিতরা হলেন, ৪নং মিঠাগঞ্জে ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মেজবা উদ্দিন খান দুলাল, ৮নং ধানাখালী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মো. শাহজাদা পারভেজ টিনু মৃধা, ১০ নং বালিয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনেনীত নৌকা প্রতীকের প্রার্থী এবিএম হুমায়ূন কবির, ১১ নং চম্পাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মাহাবুব আলম বাবুল, ১২ নং ডালবুগঞ্জ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী। - গোফরান পলাশ