News update
  • Banks in Bangladesh slash CSR; spending hits 10-year low     |     
  • Law approved to equip EC to punish neglect of polls duty     |     
  • Expats must register thru mobile app to vote in BD polls     |     
  • US Faces Pressure as UN Votes on Gaza Ceasefire     |     
  • Prof Yunus includes 4 political leaders in UNGA tour del     |     

পুনর্বাসন না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন বন্যার্তদের পাশে থাকবে

ধর্মবিশ্বাস 2024-09-09, 11:55pm

help-was-distributed-to-flood-affected-ulema-and-eminent-persons-on-behalf-of-the-por-saheb-of-charmoni-on-monday-2fc8d90491c6263bb2fb0586c8a533fa1725904512.jpg

Help was distributed to flood affected ulema and eminent persons on behalf of the Por Saheb of CharmonI ON mONDAY



বন্যায় ক্ষতিগ্রস্ত ওলামায়ে কেরাম ও দায়িত্বশীলদের মাঝে পীরসাহেব চরমোনাই'র পক্ষ থেকে হাদিয়া বিতরণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র নির্দেশে বন্যার্ত ১১টি জেলায় ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। নোয়াখালী জেলা দক্ষিণের বিভিন্ন অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত ওলামায়ে কেরাম ও দায়িত্বশীলদের মাঝে পীরসাহেব চরমোনাই'র পক্ষ থেকে হাদিয়া বিতরণ করা হয়। এ উপলক্ষে আজ সোমবার সকালে জেলা কার্যালয়ে হাদিয়া বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী সহ নোয়াখালী দক্ষিণ জেলা নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ওলামা মাশায়েখ, ইমাম ও মুয়াজ্জিন নিজের মান সম্মানের দিকে লক্ষ্য করে কারো কাছে চাইতে পারেন না। ত্রাণ নিতে লাইনে দাঁড়ানো অসম্ভব। কঠিন ক্ষতিগ্রস্থ তবুও ধৈর্য ধরে আছেন। বন্যায় সবাই ক্ষতিগ্রস্থ। ওলামা মাশায়েখ, ইমাম ও মুয়াজ্জিনগণের খোঁজ খবর নেয়া ও তাদের না বলা কষ্টের কথাগুলো শোনে তিনি আবেগ আপ্লুত  শুনতে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে মতবিনিময় সভা জেলা সভাপতি মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। - প্রেস বিজ্ঞপ্তি