News update
  • High medicine prices threaten healthcare of poor communities     |     
  • Curtain falls on a political giant as Khaleda Zia passes into history     |     
  • BNP Expels Nine Leaders Over Defiance and Poll Bids     |     
  • India, Pakistan FMs to Attend Khaleda Zia’s Funeral     |     
  • Global Leaders Pay Tribute as Condolences Pour In for Khaleda Zia     |     

রাজধানীতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২২

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-07-22, 6:11am

img_20250722_060924-55431633db05987d0357fccf371dfb961753143078.jpg




রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, রাত সাড়ে ১০টায় একজন ও ১২টার দিকে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)  ২০ জনের মৃত্যুর কথা জানায়।

এরমধ্যে বার্ন ইনস্টিটিউটে ২, সিএমএইচ-ঢাকায় ১২, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ২, উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনের মৃত্যু হয়।

বিমান দুর্ঘটনার আরও আপডেট তথ্য জানতে এখানে ক্লিক করুন।

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আহতদের মধ্যে প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮৮ জন হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। পরে রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।