News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় এক পর্যটক নিহত, আহত-২০

দূর্ঘটনা 2023-03-08, 10:13pm

patuakhali-road-accident-kills-a-tourist-injured-20-others-00e3958ef8cbe6b773c1d2a3784eb9c31678291982.jpg

Patuakhali road accident kills a tourist injured 20 others.



পটুয়াখালী প্রতিনিধি: ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকোন পরিববহনের একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে এক শিশু পর্যটক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। আজ বুধবার ভোর রাত সোয়া ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পটুয়াখালী ব্রীজের উত্তর পাশে

শিয়ালী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু রোজা বিনতে রিয়ামনি (৬) এর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ইকোন প্রাইভেট লিমিটেডের একটি যাত্রী বাহি বাস রাতে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ভোর রাত সোয়া ৪টার দিকে পটুয়াখালী ব্রীজের উত্তর পাশে চালক নিয়ন্ত্রন হারালে বাসটি রাস্তার খাদে উল্টে যায়। এ সময়

ঘটনাস্থলেই নিহত হয় কুড়িগ্রাম জেলার মুক্তারাম উপজেলার রিয়াজুল ইসলামের মেয়ে ৬ বছরের শিশু রোজা।  নিহত রোজার মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

যেহেতু বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল তাই বেশীর ভাগই পর্যটক।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সালেহীন জানান, দূর্ঘটনায় কুড়িগ্রাম জেলার রোজা বিনতে রিয়ামনি (৬) মারা গেছে। আহতদের মধ্যে ১৭ জন ভর্তি হয়েছেন। - গোফরান পলাশ