News update
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     
  • Two teens killed in landslide while playing football in Ctg     |     
  • BUET team awarded for early breast cancer screening system     |     

কলাপাড়ায় জলবায়ু নীতিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

জলবায়ু 2025-04-27, 11:56pm

participants-at-the-workshop-on-guidelines-on-climate-policy-on-sunday-0a1fba78859909b7e9d5c5a4f74fff7b1745776564.jpg

Participants at the workshop on guidelines on climate policy on Sunday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গনমাধ্যম প্রতিনিধিদের করনীয় নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউট'র সহযোগীতায় এনজিও ওয়েব ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির। 

কর্মশালায় স্থানীয় সরকার পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলোর সক্ষমতা বৃদ্ধি করা, জলবায়ু সুশাসন প্রক্রিয়াকে সহায়তা করার লক্ষ্যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গনমাধ্যমের ভূমিকা জোরদার করা, সংশ্লিষ্ট সরকারি সেবাগুলোর দায়বদ্ধতা বৃদ্ধি এবং বিভিন্ন অংশীজনদের মধ্যে সমন্বয় শক্তিশালী করার উপর জোর দেয়া হয়।

ওয়েব ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মো. আশিকুর রহমানের সঞ্চালনায় এবং কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা. সোনিয়া আক্তারের সহায়তায় কর্মশালাটি পরিচালনা করেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির। কর্মশালায় ২০ জন গনমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করে গ্রুপ ওয়ার্ক শেষে জলবায়ু সুশাসন নিশ্চিত করতে তাদের মতামত তুলে ধরেন। - গোফরান পলাশ