
চলতি বছর প্রায় শেষের পথে হলেও ডিসেম্বর মাসে সরকারি কর্মীরা পাচ্ছেন আরেক দফা লম্বা ছুটি। ছুটির তালিকা অনুযায়ী সারাবছরে সাধারণ ছুটি ছিল ১২ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ছিল ১৪ দিন। এর বেশিরভাগই ভোগ হয়ে গেছে, তবে ডিসেম্বরের দুটি বড় ছুটি এখনও বাকি।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরের শুক্র ও শনিবার মিলিয়ে সরকারী চাকরিজীবীরা তিন দিনের টানা ছুটি পাবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ শীতকালীন বিরতি
বছরের শেষ ভাগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও শুরু হয়েছে বড় শীতকালীন ছুটি। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন মিলিয়ে শিক্ষার্থীরা পাচ্ছে দীর্ঘ বিশ্রাম।
প্রাথমিক বিদ্যালয়
বিদ্যালয় প্রধানের হাতে থাকা ৩ দিনের ছুটিসহ ২০২৫ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছুটি ছিল ৭৮ দিন, যা ডিসেম্বরের এই বিরতিতেই শেষ হচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ে ১১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে শীতকালীন অবকাশ, যা শেষ হবে ২৫ ডিসেম্বর। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষকদের পালনীয় কার্যক্রম থাকবে। পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২১-২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বছরের শেষ ছুটি। এর আগের দুই দিন ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক বন্ধ থাকবে। এই ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। একই দিন থেকে শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিজয় দিবসে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিতির নির্দেশনা রয়েছে।
সরকারি-বেসরকারি কলেজ
কলেজগুলোর ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর; তার আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। ২৮ ডিসেম্বর কলেজ খুলবে। বিজয় দিবসে প্রতিষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক।
মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সরকারি-বেসরকারি মাদরাসায়ও ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হবে, আগের দুই দিন ১২ ও ১৩ ডিসেম্বর weekly off হিসেবে গণ্য। মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। তাদেরও দুই ধাপের বৃত্তি পরীক্ষা রয়েছে।