News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

ইউএনও'র অপসারন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

গ্ণমাধ্যম 2025-05-28, 11:52pm

kalapara-journalists-formed-a-human-chain-demanding-removal-of-the-upazila-nirbahi-officer-uno-0bcb10ee96df0fd3eb0d0e2e7677a9ea1748454731.jpg

Kalapara journalists formed a human chain demanding removal of the Upazila Nirbahi Officer - UNO



পটুয়াখালী: সাংবাদিকতায় পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার ইউএনও' ঔদ্ধত্যপূর্ণ আচরনের প্রতিবাদ তার অপসারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা বারোটায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক মো. হুমায়ুন কবির, সদস্য সচিব এসএম মোশারেফ হোসেন মিন্টু, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, মোহসিন উদ্দিন পারভেজ, নেছারউদ্দীন আহমেদ টিপু প্রমূখ।

গত ১৯ মে বাউফল গার্লস স্কুলে স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের অনুষ্ঠান চলাকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বসে আমন্ত্রন না জানানোর অভিযোগ তুলে বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দৈনিক কালের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে অসাদাচারন করেন  ইউএনও আমিনুল ইসলাম। এঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ইউএনওর বিরেদ্ধে তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। - গোফরান পলাশ