News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

মোদির শপথ অতিথিদের জন্য নৈশভোজে যা যা ছিল

গনতন্ত্র 2024-06-10, 11:08am

reyeryrey-295940485a246a16d529e539937404b61717996223.jpg




ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ নিয়েছেন।

বাংলাদেশ সময় রোববার (৯ জুন) রাত পৌনে ৮টায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তারা।

শপথগ্রহণ শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিদের মঞ্চে ডেকে নেন নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এরপর তারা একসঙ্গে সবাই ছবি তোলেন।

অনুষ্ঠানের পরই নৈশভোজের আয়োজন করেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি জেপি নড্ডা। গরমের কথা মাথায় রেখেই খাবারের পদেরতালিকা তৈরি করা হয়।

আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির তথ্যমতে, নৈশভোজে রাজস্থানের বিশেষ সবজি, দম বিরিয়ানি, মটকা কুলফি, পাঁচ ধরনের জুস, বিভিন্ন ধরনের শেক, স্টাফড লিচু, আম ক্রিম, তিন ধরনের রাইতা, পাঁচ ধরনের রুটি, বাজরা খিচুড়ি, আট ধরনের ডেজার্ট, সাদা রসমালাই ও চার ধরনের ঘেওয়ার (রাজস্থানি মিষ্টি) ছিল।

উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি আসন জিতেছে। এরমধ্যে বিজেপি এককভাবে ২৪০ আসনে জয় পায়। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩২টি আসন জিতেছে, এর মধ্যে এককভাবে কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন।

দেশটির নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য ২৭২ আসন প্রয়োজন।