News update
  • High medicine prices threaten healthcare of poor communities     |     
  • Curtain falls on a political giant as Khaleda Zia passes into history     |     
  • BNP Expels Nine Leaders Over Defiance and Poll Bids     |     
  • India, Pakistan FMs to Attend Khaleda Zia’s Funeral     |     
  • Global Leaders Pay Tribute as Condolences Pour In for Khaleda Zia     |     

ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরের অঙ্গীকার করলেন মোদি

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2022-08-16, 8:24am




ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন করেছে ভারত। দিবসটি উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আগামী ২৫ বছরে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরের এক উচ্চাভিলাষী লক্ষ্যের ঘোষণা দেন।

ভারতের রাজধানী নয়াদিল্লীতে অবস্থিত, ১৭শ শতকের মোঘল আমলের লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া্ এক ভাষণে মোদি বলেন, “এটি এক বিশাল সংকল্প, এবং আমাদের সর্বশক্তি প্রয়োগ করে, এই লক্ষ্য অর্জনে কাজ করা উচিৎ।”

আয়োজনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ঐতিহাসিক এই স্থানটিকে ঘিরে পাহারায় নিয়োজিত ছিল হাজার হাজার পুলিশ সদস্য। ভারতের পতাকার সাদা, কমলা ও সবুজ রঙে সজ্জিত একটি পাগড়ি পরিহিত মোদি সেখানে ৮০ মিনিটের একটি ভাষণ দেন।

মোদি উল্লেখ করেন যে, এই প্রথমবারের মত, দিবসটি উদযাপনে প্রথাগত ২১টি তোপধ্বনি করা হয় ভারতে নির্মিত হাওইটজার কামান দিয়ে। তিনি বলেন যে, ভারতকে অবশ্যই স্বনির্ভর হওয়ার লক্ষ্য স্থির করতে হবে।

রবিবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের জাতীয় দিবসে অভিনন্দন জানান। তিনি এই দুই দেশকে “অপরিহার্য সহযোগী” হিসেবে আখ্যায়িত করেন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি নিশ্চিত যে সামনের বছরগুলোতে এই দুই গণতান্ত্রিক দেশ, নীতিভিত্তিক ব্যবস্থার রক্ষায়; আমাদের জনগণের জন্য অধিকতর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা বৃদ্ধিতে; একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক প্রতিষ্ঠায় অগ্রসর হতে এবং বিশ্বব্যাপী আমাদের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলোকে একসাথে মোকাবেলা করা অব্যাহত রাখবে।

এই মাইলফলক বর্ষপূর্তিকে ঘিরে সাম্প্রতিক সময়ে ভারতে হওয়া আলোচনাগুলো আবর্তিত হচ্ছে গত ৭৫ বছরে দেশটির অর্জিত অগ্রগতি ও এখনও থাকা চ্যালেঞ্জগুলোকে ঘিরে। বিশ্বব্যাংকের মতে, বর্তমানে ভারত একটি নিম্ন-মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।