News update
  • Nabaganga River erodes homesteads in Par Bishnupur, Narial      |     
  • Overnight rain floods Chattogram, causes traffic chaos     |     
  • Khagrachhari violence: 3 cases against 1, 000 unknown people     |     
  • Durga Puja ends today thru immersion of idol     |     
  • Bay Deep depression likely to cross Odisha by Thursday night     |     

বৃষ্টির দিনে বিকেলের নাশতায় মজাদার ৪ খাবার

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-10-03, 8:33am

e7668f7c8ce3cf059e99377d0f78d8260c521e8b2661de7f-cc3aa72488f81318e79b70801dc619761759458818.jpg




বৃষ্টির দিনকে উপভোগ্য করে তুলতে বিকেলের নাশতায় রাখতে পারেন মুখরোচক কিছু খাবার। এসব খাবার বিকেলে পাওয়া হালকা খিদে যেমন মেটাবে তেমনি বাড়িয়ে তুলবে আড্ডার আমেজও।

আসুন জেনে নিই, বৃষ্টির দিনে কিছু উপভোগ্য খাবারের নাম-

১. নুডলস: বিকেলের নাশতায় ঝটপট গরম গরম কিছু খেতে মন চাইলে নুডলস রান্না করে ফেলুন। পরিবারের সব সদস্যের জন্য সুস্বাদু খাবার তৈরি করতে নুডলস তৈরিতে রঙিন সবজি যোগ করুন।

২. স্যুপ ও স্যান্ডউইচ: বৃষ্টির শীতল পরশকে অনুভব করতে করতে যদি ধোয়া তোলা এক বাটি স্যুপ খেয়ে নেন, তাহলে কিন্তু মন্দ হয় না। বৃষ্টিস্নাত দিনে উষ্ণতা ছড়াতে স্যুপের সঙ্গে রাখতে পারেন স্যান্ডউইচও।

৩. মুড়ি চানাচুর ও আদা চা: মেঘলা দিনে তেল মাখানো মুড়ি। তার সঙ্গে পেঁয়াজ,মরিচ, ধনিয়া পাতা, টমেটো, আদা কুচি, সামান্য কালোজিরা, বাদাম ও চানাচুর। ব্যাস, মুখরোচক এ খাবারের সঙ্গে এক কাপ আদা চা খান। আর উপভোগ করুন বৃষ্টি ভেজা বিকেল।

৪. পাকোড়া ও কফি: যদি ভাজা পোড়া ভালোবাসেন তবে বিভিন্ন সবজি কুচি দিয়ে পাকোড়া তৈরি করে নিন। সসের সাথে পাকোড়া আর এক কাপ কফি শুধু মেঘলা বৃষ্টির দিনে বিকেলের নাশতা নয়, অতিথি আপ্যায়নেও সেরা।