News update
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     

২ লাখ ৩০ হাজার নতুন “জ্বরের”ঘটনা সম্পর্কে জানিয়েছে উত্তর কোরিয়া

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-19, 8:02am




উত্তর কোরিয়া ২ লাখ ৩০ হাজারের বেশি নতুন “জ্বরের” ঘটনা নিশ্চিত করেছে। দেশের নেতা কিম জং উন স্বাস্থ্য সংকট মোকাবিলা করা নিয়ে ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমালোচনা করেছেন।

দলীয়সংবাদপত্র রোদং শিনমুনের বুধবারের সংখ্যায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত করা প্রায় ২ লাখ ৩২ হাজার ৮০০টি নতুন সংক্রমণের ঘটনা এবং ছয়টি মৃত্যুর খবর দিয়েছে।

এপ্রিল মাসের শেষ থেকে শুরু করে নিশ্চিত করা মোট সংক্রমণের সংখ্যা ১৭ লাখ ১৫ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। ৬২ টি মৃত্যুর ঘটনা জানা গেছে।

মঙ্গলবার কিম জং উন দলের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর প্রেসিডিয়ামের বৈঠকে মহামারি প্রতিরোধ পদক্ষেপ এবং রাষ্ট্রীয় নীতি নিয়ে আলোচনা করেন।
সংকট মোকাবিলায় দেশের “সামর্থ্য” নিয়ে কথা বলার সময় কিম “অপরিপক্বতা” শব্দটির উল্লেখ করেছেন। “নেতিবাচক মনোভাবের” জন্য দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমালোচনাও তিনি করেন। এসব কারণেই মহামারি প্রতিরোধ অভিযানে দেশে জটিলতার সৃষ্টি হচ্ছে বলে উত্তর কোরিয়ার নেতা মন্তব্য করেন।

রোদং শিনমুন জানিয়েছে যে সাংগঠনিক বিষয় এবং দলের কেন্দ্রীয় কমিটির এক পূর্নাঙ্গ অধিবেশনে যেসব দলিল জমা দেয়া হবে তা নিয়েও কর্মকর্তারা আলোচনা করেন। আগামী মাসের শুরুতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি সম্পর্ক অবগত সূত্র সমূহ জানিয়েছে যে উত্তর কোরিয়ার বিমান কোম্পানি এয়ার কোরিয়োর মালবাহী বিমানগুলো সোমবার চীন থেকে জ্বরের ওষুধ এবং সংক্রমণ পরীক্ষা করে দেখার কিট নিয়ে এসেছে। তথ্য সূত্র: এনএইচকে ওয়াল্ড বাংলা।