
উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ের পর এবার মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এর আগে দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহতের ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল চলাচল। এরপর এক বার্তায় বিকেল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয় বলে জানায় ডিএমটিসিএল।
পরে সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ফেসবুকে এক বার্তায় জানায়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য বিকেল ৩টা হতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা সোয়া ৭টায় চালু হয়েছে।
এদিকে শাহবাগ থেকে আগারগাঁও অংশে এখনও বন্ধ রয়েছে মেট্রো চলাচল। পুরো লাইনে কখন স্বাভাবিক হবে তা এখনও জানায়নি ডিএমটিসিএল।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী প্রাণ হারান। দুর্ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।