ঝিনাইদহের শৈলকুপায় খেলার সময় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার) দুপুরে উপজেলার পূর্বমাদলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো বোন।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের আমজাদ মোল্লার মেয়ে সুমাইয়া (৮) ও একই গ্রামের লিটন মোল্লার মেয়ে লুবনা (১০)।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।