রাজধানীতে বজ্রপাতসহ অঝোরে বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে গেছে। জলাবদ্ধতা ও যানজটের কারণে অফিসগামীরা পড়েছেন ভোগান্তিতে।
ঢাকার বিভিন্ন স্থানে রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাত থেকেই শুরু হয় বৃষ্টি। এর মধ্যে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো অঝোরে ঝরেছে বৃষ্টি। সেই সঙ্গে ছিল বজ্রপাত।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, গ্রিনরোড, মণিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, ঝিগাতলাসহ বিভিন্ন রাস্তায় পানি জমেছে। কোথাও ছিল হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি।
বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজটের কারণে অফিসগামীরা পড়েনে বিপাকে। বরকত উল্লাহ নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, ‘অঝোরে বৃষ্টির মধ্যেই অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়েছি। কিন্তু রিকশা পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। সময় মতো অফিসে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না।’
মোস্তাফা কামাল নামে এক চাকরিজীবী বলেন, ‘বৃষ্টিতে বাসার সামনে পানি জমে গেছে। তাই সঠিক সময়ে বাসা থেকে বের হতে পারিনি। পানি কিছুটা কমায় বাসা থেকে বের হতে পেরেছি। কিন্তু অফিসে পৌঁছাতে দেরি হয়ে যাবে।’
এদিকে, আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সময়