News update
  • Visiting Indian medical team assesses burn victims of Milestone crash     |     
  • Consensus Commission struggles for unanimity on reform issues     |     
  • Bangladeshi youth killed by BSF in Feni     |     
  • Hundreds of Muslims unlawfully expelled to BD by India: HRW     |     

শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-22, 6:38pm

1aab2fc4ba4c8a892b7e79834b3e50fba378ebebb5305c99-77ac4d816f20a80ea0d0920def688c7d1753187885.jpg




শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ফেসবুকে এক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ খবর জানিয়েছেন। মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটিরও সদস্য সচিব।

সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবসের দিন এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা ঘিরে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন তারা।

পরে গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান শিক্ষার্থীরা। পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এতে অসংখ্য শিক্ষার্থী আহত হন। 

উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।