News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, হবে ‘আনন্দ শোভাযাত্রা’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-11, 11:58am

rt423424-4db0e915882a814263d5d9a23993c6901744351086.jpg




পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, হবে ‘আনন্দ শোভাযাত্রা’ এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়। 

এবারের শোভাযাত্রায় নতুন করে যুক্ত হবে ফ্যাসিবাদের মুখাকৃতি। যার উচ্চতা হবে প্রায় ২০ ফুট। মূলত ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাকৃতি তৈরি করা হয়েছে, যার দুপাশে শিং থাকবে।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রায় অংশ নেবে বাংলাদেশে থাকা ২৮টি জনগোষ্ঠী। 

এর আগে, গত মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে।