News update
  • Dhaka Quake Leaves 10 Dead and Hundreds Injured     |     
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     

রাতে কারওয়ান বাজারে শতাধিক চাঁদাবাজ, শ্রমিকদলের আহ্বায়ক আটক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-09-10, 8:30am

61b426790dc935733ce82ffc00e5cbbc3246c165d8a9d01c-d4b52c9d52a6210244b01c2d757ba0061725935437.jpg




রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র-জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিকদলের আহ্বায়ক জালাল আহমেদ। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানান ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন, 

এখানে ব্যবসা করতে হলে চাঁদা দিয়ে করতে হবে বলছেন শ্রমিকদলের লোকেরা। পরে আমরা ছাত্রদেরকে খবর দিলে তারা আমাদেরকে এসে রক্ষা করে।

শিক্ষার্থীরা বলেন, ‘শ্রমিকদলের লোকজন চাঁদা নেয়ার জন্য এসেছে। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা করে। চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করেছি। খুব শিগগিরই সেই তালিকাটি সেনাবাহিনীর কাছে দেবো।’  তথ্য সূত্র সময় সংবাদ।