News update
  • BB Buys $313m to Stabilise Falling Dollar Rate     |     
  • UK Firms Eye Bangladesh for New Investment Sectors     |     
  • Gaza: 875 Killed Seeking Food Amid Blockade, Says UN     |     
  • 14m children did not receive a single vaccine in 2024: UN      |     
  • UN Extends Yemen Mission as Red Sea Tensions Escalate     |     

তথাকথিত রাজনৈতিক দলগুলোর ওপর মানুষের আস্থা নেই : সারজিস আলম

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-09-09, 12:16am

ghfhdfhg-3fc47fc43930f523ee9c3b035297c37a1725819383.jpg




ছাত্র জনতার ওপর বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থাটি রয়েছে, দেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর ওপর মানুষের ওই আস্থা নেই। এখন সময় এসেছে বাংলাদেশের মানুষের সেই আস্থার প্রতিদান দেওয়ার। আজ রোববার (৮ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে  ছাত্র ও নাগরিক মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সারজিস আলম এ কথা বলেন। 

সারজিস আলম বলেন, গুরুত্বপূর্ণ বিষয়, যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, তারা কখনও চাইবে না আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, সেভাবে আপনারা ঐক্যবদ্ধ  থাকুন।

শিক্ষার্থীদের উদ্দেশে সারজিস আলম বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করেছে এবং সবশেষে গণঅভ্যুত্থানে যেভাবে আমার ভাইবোনের উপর নির্যাতন করেছে, আমাদের ভাই-বোনদের বুলেট দিয়ে মেরেছে, রাস্তার পশুপাখির মতো মানুষ হত্যা করেছে, যেভাবে ওই নিথর দেহগুলো ময়লার স্তূপে নিয়ে গেছে, ওই ডকুমেন্টেশনগুলো আপনাদের জীবন্ত রাখতে হবে। ফ্যাসিস্ট সরকার সব সময় চাইবে ওই স্মৃতিগুলো ভুলিয়ে দিয়ে ক্ষমতায় আসতে।

সারজিস আলম আরও বলেন, ‘আপনাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, এই বাংলাদেশে আগামীতে যারা শাসন করবে কিংবা রাজনীতিতে নেতৃত্ব দিবে তারাও যদি ফ্যাসিস্ট সরকার কায়েম করতে চায়, তারাও চাইবে আপনাদের স্মৃতি থেকে এই ডকুমেন্ট মুছে ফেলতে।’ 

এর আগে বেলা ১১টার দিকে শহরের একটি রেস্টুরেন্টে মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল।

এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও নির্যাতন রুখতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল্লাহ সালেহী অয়ন, ইব্রাহিম নীরব, মোবাশ্বেরুল হাসান মৃধা, ইন্ডডিপেনডেন্ট ইউনিভার্সিটির সমন্বয়ক আবদুল তাহরিব রায়হান প্রমুখ।