News update
  • LATEST: Attacks on foreign students, including Bangladeshis, in Kyrgyzstan     |     
  • “BB lost ability to make independent decisions for banking sector”     |     
  • Flash floods kill at least 68 people in Afghanistan     |     
  • Spanish tourists among four killed in Afg shooting     |     
  • BD, South Asian students under attack by violent mobs in Kyrgyzstan     |     

সুখবর দিল বিআরটিএ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-05-06, 7:48am

kjdshkjhkjjas-b3c0f902200137982df337baec0974c71714960118.jpg




বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আগামী ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে। সরকারি সংস্থাটি জানিয়েছে, শেষবারের মতো এই সময় বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে মূল কর ও ফি দিয়েই কাগজপত্র হালনাগাদ করতে পারবেন মোটরযান মালিকরা।

রোববার (৫ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত সর্বশেষবারের মতো বৃদ্ধি করা হলো।

এর আগে গত ২ এপ্রিল বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সময় বৃদ্ধির ঘোষণা করা হয়।

এতে বলা হয়, জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদান করে সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আরটিভি নিউজ