News update
  • Dhaka Quake Leaves 10 Dead and Hundreds Injured     |     
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     

এবিজি বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় তিন বীরাঙ্গনাকে সম্মাননা জানাল এপেক্স বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক খবর 2023-03-26, 11:44pm

ghj-ea7d201d1cdd240f3798b2dc51d6adcb1679852658.jpg




মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত তিন বীরাঙ্গনাকে সম্মাননা জানালো সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ। এবিজি বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় মাগুরা জেলার লাইলী বেগম, রাজবাড়ী জেলার নূরজাহান বেগম এবং কুষ্টিয়া জেলার দুলজান নেছাকে গতকাল রোববার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা হিসাবে ৫০ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে স্বাধীনতা পুরস্কার ২০২৩ পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়াবিদ রকিবুল হাসানকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত থাকার কথা ছিল বসুন্ধরা গ্রুপের ব্যব¯’াপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের। তবে শেষ মুহুর্তে ব্যস্ততার কারণে তিনি না আসতে পারলেও অনুষ্ঠানের সাফল্য কামনা করে ম্যাসেজ দেন। তার পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন দৈনিক কালেরকণ্ঠের চীফ এডিটর ইমদাদুল হক মিলন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন, তৈরি পোশাক প্র¯‘ত ও রফতানিকাক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আব্দুল মতিন শিকদার, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এপেক্সিয়ান মো. আনিসুজ্জামান শাতিল প্রমুখ। এপেক্স বাংলদেশের প্রোগ্রাম অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ও প্রোগ্রাম কমিটির চীফ কোঅর্ডিনেটর ন্যাশনাল-ইন্টারন্যাশনাল এম সায়েম টিপুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশের এনওয়াইসিডি এপেক্সিয়ান মো. আনোয়ার হোসেন বাবু। এ সময় এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ন্যাশনাল বোর্ড সদস্য ও বিভিন্ন ক্লাবের দুইশতাধিকের বেশী এপেক্সিয়ানরা উপ¯ি’ত ছিলেন।

বিশেষ অথিতির বক্তব্যে দৈনিক কালেরকন্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বীরঙ্গনা মা আমরা তোমাদের ভুলবনা। তোমাদের অবদানের কথা শেষ করা যাবে না। তবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে তাদের সংবর্ধনা দেওয়ার যথার্থ দিন। যতদিন বাংলাদেশ থাকবে তোমাদের কথা থাকবে, ততদিন মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা থাকবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ গল্প নয়, বাঙালীর জাতীয় অহঙ্কারের দিন। যে অহঙ্কার জীবন দিয়ে রচনা করে গেছেন দেশের বীর মুক্তিযোদ্ধারা। পঞ্চাশ বছরেও সেই বীরত্বগাঁথা লেখা শেষ হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ এগিয়ে যা”েছ। অনেক ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকে চমকে দেয়ার মত অগ্রগতি সাধন করেছে।

এজিবি বসুন্ধরার পৃষ্ঠকতায় বীরঙ্গনা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার প্রসঙ্গ তিনি বলেন, যেখানে ভাল কাজ আছে যেখানে মহৎ কাজ আছে, সেখানে বসুন্ধরা আছে। ১৭৫০ গরীব ও মেধাবী ছাত্রকে লেখাপড়া দায়িত্ব নিয়েছে। করোনা মহামারীর সময় খাদ্য সহযোগিতা নিয়ে মানুষেল সঙ্গে থেকেছে। মুসিল্লীদের নানা কাজে সহায়তায় সঙ্গে আছেন বসুন্ধরা গ্রুপের ব্যব¯’াপনা পরিচালক সায়েম সোবহান আনবীর, তিনি যোগ করেন।

ভোরের আকাশ সম্পাদক শ্যামল দত্ত বলেন, বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযোদ্ধারাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ১৯৭১ সালে নির্যাতিত নারী মুক্তিযোদ্ধাদের বীরাঙ্গনা নামে অভিহিত না করে নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা হিসাবে পরিচিত করার আহবান জানান।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গিকার একটি পরিপূর্ণ সমাজ ব্যব¯’া প্রতিষ্ঠা করা। যেখানে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে সামনে রেখে দেশের জন্য কাজ করে যাবে। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ।

২০০ বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলার স্বাধীনতা এসেছিল উল্লেখ করে তিনি বলেন, ১৭৫৭ সালে নবাব সিরাজ উদ দৌলার পরাজয়ের মধ্যে দিয়ে বাঙালী পরাধীন হয়েছিল। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার মধ্যে দিয়ে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়। লাখ মানুষের প্রাণ আর ত্যাগের বিনিময়ে এ স্বাধীনতা।

পাকিস্তানি বর্বর হায়েনা দুই লাখ মাবোনের সম্ধসঢ়;ভ্রম কেড়ে নিয়েছিল। সেই মা-বোনদের বঙ্গবন্ধু বীরঙ্গনা মা বীর মুক্তিযোদ্ধা বলে পরিচয় করে দিয়েছেলেন।

মা আপনাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। আপনাদের সম্মানের মধ্যেই আমাদের স্বাধীন বাংলাদেশের মর্যাদা-সম্মান, বলেন শ্যামল দত্ত।

অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। এখনকার যুদ্ধ যে লক্ষ্য নিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্য বাস্তবায়ন। এখনকার যুদ্ধ দুর্নীতি বিরুদ্ধে সমৃদ্ধ বাংলাদেশের প্রতিষ্ঠার।

সংবর্ধিত দুলজান বেগম বলেন, তোমরা সবাই আমার সন্তান। তোমরা সবাই ভাল থেকো, এই আমার আমার চাওয়া। দেশের জন্য সর্বো”চ ত্যা শিকার করা নির্যাতিত বীরঙ্গনা নারী বীরমুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এপেক্স অব বাংলাদেশ সম্মানিত হয়েছে বলে উল্লেখ করেন সংগঠনটির চেয়াম্যান আনোয়ার হোসেন বলেন লাবু।