উল্ফসবার্গের নতুন বস হিসেবে নিয়োগ পেয়েছেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নিকো কোভাচ, বুন্দেসলিগা ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ২০২৫ সাল পর্যন্ত তার সাথে চুক্তি করেছে উল্ফস।
ক্রোয়েশিয়ান এই কোচের এনিয়ে এটি জার্মান শীর্ষ লিগে তৃতীয় চাকরি। এর আগে ২০১৬-১৮ মৌসুমে এইনট্র্যাখট ফ্রাংকফুর্টেরর কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। গত বছরের শেষে লিগ ওয়ানের দল মোনাকো থেকে বিদায় নেন কোভাচ। এক বিবৃতিতে কোভাচ বলেছেন, ‘আমি বুন্দেসলিগার সন্তান। উল্ফসের হয়ে আরো একটি সফল অধ্যায়ের সূচনা করতে আমি মুখিয়ে আছি।’
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছেন কোভাচ। তার অধীনে ক্রোয়েটরা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। ২০১৯ সালে বায়ার্নের হয়ে জার্মান লিগ ও কাপ শিরোপা জয় করেছেন। এর আগের মৌসুমে ফ্রাংকফুর্টের কোচ হিসেবে বেভারিয়ান্সদের পরাজিত করে জার্মান কাপের শিরোপা জয় করেছিলেন। ২০১৯ সালের ফ্রাংকফুর্টের কাছে ৫-১ গোলের হতাশাজনক পরাজয়ের পর নভেম্বরে তার বায়ার্নের অধ্যায় শেষ হয়।
খেলোয়াড় জিসেবে কোভাচ বুন্দেসলিগায় র্হাথা বার্লিন, বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুজেন ও হামবুর্গের হয়ে ২৪০টি ম্যাচ খেলেছেন। ৫০ বছর বয়সী কোভাচ বলেছেন, ‘এই দলটির যথেষ্ট সম্ভাবনা আছে।’
বুন্দেসলিগায় ১২তম স্থানে থেকে মৌসুম শেষ করার পর উল্ফস কোচ ফ্লোরিয়ান কোফেলডেটকে বরখাস্ত করলে তার স্থলাভিষিক্ত হচ্ছেন কোভাচ। তথ্য সূত্র বাসস।