News update
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     

কোভিড পরবর্তি চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-24, 10:11pm




বিশ্ব মহামারি কোভিড-১৯ এর প্রকোপের কারণে স্থবির হয়ে পড়া চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। নগরীর প্রধান দুই মিলনায়তন শিল্পকলা একাডেমি ও থিয়েটার ইনস্টিউটে এখন সপ্তাহের অধিকাংশ দিনেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।
তির্যক নাট্যদলের প্রধান ও টিআইসি চট্টগ্রামের পরিচালক বিশিষ্ট নাট্যজন আহমেদ ইকবাল হায়দার বাসস’কে বলেন, ‘আড়াই বছরের করোনাকালে সারাদেশের মতো চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনেও স্থবিরতা নেমে এসেছিল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক কর্মকা- শুরু হয়েছে। নাট্য দলগুলো ইতোমধ্যে বেশ কিছু নাটকের মঞ্চায়ন করেছে। নতুন কিছু নাটক তৈরিতে হাত দিয়েছে। শিগগির এসব নাটকের মঞ্চায়ন শুরু হবে।’
আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘তবে করোনায় সময়ের সাথে পিছিয়ে পড়া নাট্য কর্মীরা তাদের পড়াশোনায় মনোনিবেশ করেছে। কেউ কেউ পরিবারের ভরণ-পোষণের জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। আবার কেউ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে পড়েছেন। ফলে প্রতিটি নাট্য দলেই কর্মীর কিছুটা সংকট তৈরি হয়েছে। এজন্য নাট্য দলগুলোকে নতুন নাট্যকর্মী তৈরি করতে হচ্ছে।’
তিনি বলেন, সবাই নতুন কিছু প্রোডাকশনের চেষ্টায় আছে। জুলাই-আগস্টের মধ্যে করোনার পূর্বের সময়ের মতো নাট্যাঙ্গন ও সাংস্কৃতিক কর্মকা- সরব হয়ে ওঠবে।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু বাসস’কে বলেন, ‘করোনা ভাইরাসের প্রকোপের আড়াই বছরে নির্জীব হয়ে পড়েছিল শিল্পকলা একাডেমি। এখন প্রতিদিন মিলনায়তনে কোনো না কোনো অনুষ্ঠান থাকছে। আবৃত্তি, নাটক, নৃত্যসহ বিভিন্ন অনুষ্ঠানে শিল্পকলায় প্রাণ ফিরে আসছে। সামনের দিনগুলোতে শিল্পকলা প্রাঙ্গণ আরো প্রাণচঞ্চল হয়ে ওঠবে বলে আশা করছি।’
তিনি বলেন, ‘আগামীকাল শিল্পকলা একাডেমির উদ্যোগে ঘটা করে নজরুল জয়ন্তী পালন করা হবে। ২৬ ও ২৭ মে সাংস্কৃতিক সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস-এর উদ্যোগে দু’দিনব্যাপী উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী জুন মাসের পুরোটাই বিভিন্ন সংগঠন শিল্পকলা মিলনায়তন বুকিং দিয়ে রেখেছে। জুন মাসে আট বিভাগে আটটি জাতীয় উৎসব হবে। চট্টগ্রাম বিভাগের উৎসব হবে শিল্পকলা মিলনায়তনে ১৭ জুন। এ অনুষ্ঠানে জাতীয় অনেক শিল্পী অংশ নেবেন।’
করোনা ভাইরাসের কিছু প্রকোপ এখনো থাকায় মিলনায়তনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা জানতে চাইলে এ দুই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসস’কে জানান, ‘আমরা নিজেরা কোনো বিধি-নিষেধ দিচ্ছি না। তবে সচেতন সাংস্কৃতিক কর্মী ও দর্শকদের অনেকে নিজেদের তাগিদে হলে মাস্ক পরে প্রবেশ করেন এবং অনুষ্ঠান উপভোগ করেন।’    
এদিকে, গতকাল ২৩ মে  সন্ধ্যা ৭ টায় চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির মূল হলে নাট্যতরী ও অ্যাকশান কাট ফিল্মের যৌথ আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মূকাভিনয় প্রদর্শিত হয়েছে। অ্যাকশান কাট ফিল্মের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মর্তুজার আহ্বানে ও নাট্যতরীর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইকবাল জাভেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। 
নাট্যতরী রক্তে অর্জিত বাংলা, ভার্চুয়াল এ্যাডিকশান ও মৌলিক অধিকার শিরোনামে তিনটি মূকাভিনয় প্রদর্শন করে। এছাড়াও অ্যাকশান কাট ফিল্মের ব্যানারে নির্মিতি তরুণ চলচ্চিত্র নির্মাতা ইহতিয়াজ ত্বকী পরিচালিত মুক্তিযুদ্ধের ছায়া অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি ও প্যারেন্টিং-এর ওপর নির্মিত শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্বন্দ্ব এবং থ্রি নট থ্রি এর বিশেষ প্রদর্শনী করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে বিশেষভাবে সহযোগিতা করে চট্টগ্রাম চার-ছয় গ্রুপ। তথ্য সূত্র বাসস।