
টানা ৬ ম্যাচ হারের পর বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। এবার নিজেদের অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় তুলে নিয়েছে নোয়াখালী।
রোববার (১১ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। জবাব দিতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। এতে ৪১ রানের জয় পায় নোয়াখালী।