News update
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     
  • Sea ports asked to keep hoisted distant cautionary signal No 1     |     
  • Hasina gets 21 years in jail over Rajuk plot allocation scam     |     

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-27, 6:09pm

0b2ab724086df435686245d5fb1d6b238e606790c31eb9e6-6da9de295e2601bd8dbe24fa9d0c9a7c1764245360.jpg




আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ। তিন পেসারকে নিয়ে একাদশ সাজিয়েছে লাল সবুজরা। বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান।

চট্টগ্রামে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। রঙিন জার্সিতে মিশন এবার টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামেই হবে সংক্ষিপ্ত ফরম্যাটের তিন ম্যাচ। তবে এ ফরম্যাটে আইরিশদের একেবারে সহজ ভাবাটা ভুল হবে।

এই চট্টগ্রামের মাঠেই শেষ দেখায় আইরিশদের কাছে টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। দলটির বিপক্ষে ৮ বারের দেখায় যেটি ছিল দ্বিতীয়। তবে এবার আর কোনো ভুল করতে চায় না টাইগাররা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। একাদশ সাজিয়েছেন তিন পেসার ও দুই স্পিনার দিয়ে। ব্যাটিং অর্ডার সাজিয়েছেন নিয়মিতদের নিয়েই। অন্যদিকে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আয়ারল্যান্ডও।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, লিটন দাস (অধিনায়ক), জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), টিম হেক্টর, হ্যারি টেক্টর, লর্কনা টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল।