
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আসন্ন আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হান্নান সরকার।
বিপিএলে অংশগ্রহণের জন্য ১১টি প্রতিষ্ঠান আবেদন করলেও, প্রাথমিক যাচাই-বাছাই ও আর্থিক স্বচ্ছতা যাচাই শেষে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করা হয়। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ, যারা দলটির নাম রেখেছে ‘রাজশাহী স্টারস’। মালিকানা পাওয়ার পর থেকে তারা দল গঠন শুরু করেছে এবং কোচিং দলে হান্নান সরকারকে অন্তর্ভুক্ত করেছে।
রাজশাহী স্টারস সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে বুধবার (৫ নভেম্বর) হান্নান সরকারের নতুন কোচ হিসেবে নিয়োগের খবর নিশ্চিত করেছে। এছাড়া কোচিং স্টাফে আরও কয়েকজন দেশি কোচকে রাখা হতে পারে।
হান্নান সরকার বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে ২০১০ সালে বিসিবির লেভেল-ওয়ান এবং লেভেল-টু কোচিং কোর্স শেষ করে কোচিংয়ে জ্বলে উঠেছেন। বিপিএলের প্রথম দুই আসরে রাজশাহীর সহকারী কোচ ছিলেন তিনি। পরে রাজশাহী কিংস, আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। জাতীয় নির্বাচক প্যানেলে যোগ দেন ২০২৪ সালের মার্চে, তবে তা বেশিদিন স্থায়ী হয়নি।
২০২৫ সালে নির্বাচক পদ থেকে সরে এসে ডিপিএলে আবাহনীর প্রধান কোচের দায়িত্ব নেন হান্নান। এছাড়া অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, বিপিএলের আগামী পাঁচ আসরে দল পেয়েছে রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। রংপুরের মালিকানা থাকবে টগি স্পোর্টসের, ঢাকার দল হবে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান), চট্টগ্রামের ট্রায়াঙ্গাল সার্ভিস ও সিলেটের মালিকানায় ক্রিকেট উইথ সামি।
Copied from: https://rtvonline.com/