News update
  • Bangladesh bourses slump on week’s final day     |     
  • Bangladesh Bank buys $2.08 bn from banks to stabilise market     |     
  • ‘Return Islamic Bank shares to true owners': Business Forum     |     
  • Israel, Gaza Celebrate Ceasefire; Hostages May Go Free     |     
  • Wealthy Nations Urged to Reduce Climate Debt Burden     |     

দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়েছেন বুলবুল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-07, 7:56am

rwrwerwe-18e68f0c4b7fb988bb135e6a5930f4fe1759802184.jpg




আবারও বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবাল সরে যাওয়ায় সভাপতি পদে বুলবুলের জয় অনেকটা নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সভাপতি পদে বুলবুলের বিরুদ্ধে প্রার্থীই ছিলেন না কেউ। তাই ফাঁকা মাঠে গোল দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন বুলবুল। সেখানে প্রথমেই বুলবুল বলেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছেন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।’

বিসিবি নির্বাচনের ঠিক আগে তামিম ইকবালসহ ক্লাব ক্যাটাগরির বেশ ক’জন কাউন্সিলর নির্বাচন বর্জন করেন। আবার বিসিবি সভাপতির দায়িত্ব হারানো ফারুক আহমেদ সহ-সভাপতি নির্বাচিত হয়ে বোর্ডে ফিরেছেন। এবার সকলকে নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।

বিসিবির নবনির্বাচিত সভাপতি বলেন, ‘শুরুতে একটা ঘোষণা দিতে চাই, আমরা সকলে দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই; এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’

এদিকে বিসিবির নবনির্বাচিত সভাপতি মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম বোর্ড সভা ডেকেছেন। ১২টায় অনুষ্ঠিত হবে সেই সভা। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।