চোখে দীর্ঘক্ষণ লেগে থাকার মতোই ছিল মারুফা আক্তারের দুটি ডেলিভারি। কল্পিত ষষ্ঠ স্টাম্প বরাবর দুটি বলই তিনি ফেলেছিলেন ফুলার লেন্থে। বল ইনসুইং করে ডানহাতি সিদ্রা আমিনের স্টাম্প ভাঙার আগে এজ হলেও আগের ডেলিভারিতে ওমাইমা সোহাইল হয়েছিলেন ক্লিন বোল্ড আউট।
ওমাইমার আউট হওয়ার বলটি এতটাই বাঁক নিয়েছিল যে, পাকিস্তানি ওপেনার লাইনই পড়তে পারেননি। পরপর দুই বলে দুই উইকেট পাওয়া মারুফার সামনে আসে হ্যাটট্রিকের হাতছানি। তার পরের ওভারের প্রথম বলটি ঠেকিয়ে দেন মুনিবা আলী।
পাকিস্তান ১২৯ রানে অলআউট হওয়ার ইনিংসে মারুফা এরপর আর কোনো উইকেট নিতে পারেননি, ৭ ওভার বল করে দেন ৩১ রান। গতকালকের এই ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে। ম্যাচ শেষ হয়ে গেলেও ওই দুই ডেলিভারির কারণে মারুফা এখনও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুটি বল নিয়ে বেশ চর্চাই হচ্ছে।
মারুফার ওই দুটি বল নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মিতালি রাজ। মিতালি মনে করছেন, বড় মুভমেন্ট করাতে পারা মারুফা সঠিক লেন্থ ও লাইনে বল করায় ওই দুটি উইকেট পেয়েছেন। ‘প্রথমত, সে অনেক সুইং করাতে পারে। বল করে সঠিক লেন্থে। সুইং পাওয়া ভালো, কিন্তু সঠিক লেন্থ ও লাইনে বল করতে না পারলে পুরস্কার পাওয়া যায় না...।’
মারুফার বোলিং নিয়ে মিতালির এই ব্যাখ্যার ভিডিও আইসিসি তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেই ভিডিও-ই নিজের টাইমলাইনে শেয়ার দিয়েছেন কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। সাবেক লঙ্কান ক্রিকেটার ক্যাপশন দিয়েছেন, ‘নিখুঁত দক্ষতা। চমৎকার নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’
মালিঙ্গার এই প্রশংসা দেখে মারুফার খুশিই হওয়ার কথা। মারুফা খুশি হয়েছেনও। মালিঙ্গার সেই পোস্টে বাংলাদেশি পেসার মন্তব্য করেছেন, ‘অনেক ধন্যবাদ, কিংবদন্তি।’