News update
  • Tarique Rahman Urges Voters to Protect Their Democratic Rights     |     
  • Bangladesh Approves Historic Economic Partnership With Japan     |     
  • Advisory Council Approves Dhaka Central University Ordinance     |     
  • Election Campaigns Begin Ahead of February 12 Polls     |     
  • Illegal topsoil extraction threatens ‘Gaillar Haor’, croplands in Sunamganj     |     

এশিয়া কাপের পুরো ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দেয়ার ঘোষণা দিলেন সূর্যকুমার

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-29, 8:05am

bb9cc8ce47fc2d5c1ca0593fc0e4fbb2ee0432bd87d119b8-2e68c9a9323eafe7c60de0e0d12efb801759111552.jpg




এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আবারও শিরোপা জিতেছে ভারত। ম্যাচের পরও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত এশিয়া কাপের শিরোপা ছাড়াই মাঠ ছাড়ে ভারতের ক্রিকেটাররা। সবকিছুর মাঝে এক মহৎ উদ্যোগ নেয়ার কথা জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ট্রফি না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ ঝারেন সূর্যকুমার। তবে এর পাশাপাশি এবারের এশিয়া কাপের নিজের সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দেয়ার ঘোষণাও দেন। সংবাদ সম্মেলন শেষ সূর্যকুমার বলেন, ‘আমি আমার সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দিচ্ছি।’  

ম্যাচের পর প্রায় এক ঘণ্টা সময় ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের অপেক্ষা করা হয়েছে। লম্বা অপেক্ষা শেষে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিসি এবং পিসিবির সভাপতি মহসিন নাকভি। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন।    

ব্যক্তিগত পুরস্কারের বেশিরভাগই পেয়েছেন ভারতীয়রা। সেগুলো সবাই নিজে নিজে সংগ্রহ করার পর পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল সংগ্রহ করতে মঞ্চে ডাকা হয়। সবাইকে মেডেল দেন বুলবুল। এরপর এশিয়া কাপের ট্রফি ও মেডেল না নিয়েই মাঠ ছাড়ে ভারতের দল। মহসিন নাকভির কাছে থেকে ট্রফি নিবে না বলেই এমন ঘটনা ঘটায় তারা।