News update
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     
  • Salahuddin sees security risks if polls miss February deadline     |     
  • Qatar denounces Israel before major summit over Doha attack      |     

ইংল্যান্ডের বিপক্ষে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশের যুবারা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-15, 8:05am

dd34c1446e7a593ab9796864764abc732c1150a4c441f49f-277f268bb78941fa1ab32c126bb6011b1757901907.jpg




ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করলো বাংলাদেশের যুবারা। বৃষ্টির কারণে মাঠে গড়িয়েছে মাত্র ‍দুটি ম্যাচ, বাকি তিনটি ম্যাচই ভেস্তে গেছে। ফলে সমতায় শেষ হয়েছে দুই দলের ওয়ানডে সিরিজ।

৮৭ রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটি বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে এসেছিল। সেই ম্যাচে জয় পায় স্বাগতিকরা। 

তৃতীয় ম্যাচটি নেমে আসে ২৩ ওভারে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ব্যাট করতে পারলেও ইংল্যান্ড আর ব্যাট করতে নামতে পারেনি। যে কারণে সে ম্যাচে কোনো ফলাফল আসেনি।

সিরিজের চতুর্থ ম্যাচেও একই ঘটনা ঘটে। এ ম্যাচও নামিয়ে আনা হয়েছিল ৪৫ ওভারে। কিন্তু এই ম্যাচে ইংল্যান্ড ব্যাট করতে পারলেও বাংলাদেশ ব্যাট করতে পারেনি। ফলে সেই ম্যাচও পরিত্যক্ত হয়। 

সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল রোববার (১৪ সেপ্টেম্বর)। তবে এই ভেস্তে গেছে বৃষ্টি কারণে। ভারি বৃষ্টির কারণে মাঠে কোনো বল গড়ানোর আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ১-১ সমতায় শেষ হয় সিরিজ।