News update
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     
  • Dhaka’s air quality 6th worst in the world this morning     |     
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-06-04, 12:05am

74478ba29cb1b257965a70d5f5ab5a34834a0006f0be4400-f958f874e3757c86cc51271ebb8646bd1748973932.jpg




নানা নাটকীয়তার পর অবশেষে বিসিবি সভাপতি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি হওয়ার পর থেকেই বেশ ব্যস্ত সময় পার করছেন সাবেক এই ক্রিকেটার। গতকাল (২ জুন) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর আজ (৩ জুন) টিম ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং করেছেন সভাপতি।

তবে দায়িত্ব নেয়ার ৩ দিনের মধ্যেই এবার অস্ট্রেলিয়ায় ফিরতে হচ্ছে বুলবুলকে। জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতেই সেখানে ফিরছেন বোর্ড সভাপতি। ঈদের ছুটি শেষ হওয়ার পরই আবার দেশে ফেরার কথা রয়েছে। 

ঈদের পর আইসিসির একটি মিটিং রয়েছে। অস্ট্রেলিয়া থেকে সরাসরি সেখানে যোগ দিতে পারেন বোর্ড সভাপতি। মিটিং শেষে ঢাকায় ফিরবেন সভাপতি, এমনটাই ধারণা করা যাচ্ছে।

আইসিসিতে চাকরির সুবাদে বুলবুলের পুরো পরিবার এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছে। তাদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে আজ রাতেই দেশ ছাড়ার কথা রয়েছে তার।

দেশ ছাড়ার আগে আজ মিরপুরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং করেছেন বুলবুল। মিটিংয়ে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, নির্বাচক আব্দুর রাজ্জাক, প্রধান কোচ ফিল সিমন্স, অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং অপারেশন্স কমিটির ম্যানেজার শাহরিয়ার নাফিস।