News update
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     
  • Hamas ready and serious to reach an accord if it ends war     |     
  • Paradise lost: Cox’s Bazar tourists shocked by wastes at sea     |     
  • Israel agrees to 60-day truce in Gaza, Hamas must nod: Trump     |     
  • Israel Commits 3,496 Crimes, Killing, Injuring 2,652 Palestinians in 7 Days     |     

মাঠে গড়াচ্ছে আইপিএল, প্রস্তুত তিনটি নতুন সূচি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-13, 7:34am

img_20250513_073156-7768e7f97012515a7054bb9698ce6a441747100059.jpg




পাকিস্তান-ভারত সংঘাতের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করার পর ফের আইপিএল মাঠে গড়ানোর জন্য তোরজোড় শুরু করেছে বিসিসিআই। বেশ কয়েকটি ম্যাচ না হওয়ায় তিনটি নতুন সূচি প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে থেকে যেকোনো একটি বেছে নেওয়া হবে। সোমবার (১২ মে) রাতেই সূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দেওয়া হতে পারে। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এই খবর জানিয়েছে।

এক প্রতিবেদনে ক্রিকবাজ উল্লেখ করেছে, লিগপর্ব, প্লে-অফ মিলিয়ে আর ১৬টি ম্যাচ বাকি। এজন্য বিসিসিআই ম্যানেজমেন্ট সম্ভাব্য তিনটি সূচি প্রস্তুত রেখেছে। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ দিনের শেষদিকে। বিকেলে সভায় বসবে আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রস্তুতকৃত তিনটি সূচির একটিতে রয়েছে সচরাচর মেনে চলা আইপিএলের হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট। যদিও সেখানে ভেন্যুর তালিকা থেকে ধর্মশালাকে বাদ দেওয়া হয়েছে। 

এ ছাড়া বাকি দুটি প্রস্তাবিত সূচিতেও কমানো হয়েছে ভেন্যুর সংখ্যা। টুর্নামেন্ট কর্তৃপক্ষের ভাবনা আইপিএলের বাকি অংশ দেশের দক্ষিণাঞ্চল, অর্থাৎ হায়দরাবাদ, বেঙ্গালুরু ও চেন্নাইয়ে আয়োজনের। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও, এখনও পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিসিসিআই এমন পরিকল্পনায় আগাচ্ছে বলে আগেই খবর প্রকাশিত হয়। 

‘ইন্ডিয়া টুডে’কে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘আমরা সব স্টেকহোল্ডারকে পুনরায় খেলা শুরুর বিষয়ে অবহিত করেছি এবং দলগুলো তাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ফিরিয়ে আনছে। একানা (লখনৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ভেন্যু) ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং লখনৌ ১৩ মে’র মধ্যে তাদের সকল ক্রিকেটারদের একত্রিত করবে।’

বোর্ডের কোনও কর্তাই মুখ খুলতে রাজি নন। রবিবার (১১মে) রাতেই দলগুলির কাছে সূচি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। দলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে নিজেদের শহরে ফিরতে। সব বিদেশিরা আবার যে নিজেদের দলে যোগ দেবেন এমন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বোর্ডের প্রাথমিক দায়িত্ব হল লিগ পর্বের সব ম্যাচ শেষ করা। তাতে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই ম্যাচ হলে সেটাই হবে। 

উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল যে এক সপ্তাহ বন্ধ থাকার পরে ১৬ মে আবার আইপিএল শুরু হতে পারে। ফাইনালও  পিছিয়ে যেতে পারে। বাকি সব ম্যাচের জন্য তিনটি ভেন্যু বেছে রেখেছে বোর্ড। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের রিপোর্টে এই কথা জানিয়েছে। ফাইনাল ম্যাচ হওয়ার কথা কলকাতায়। কিন্তু আইপিএল পিছিয়ে যাওয়ায় ফাইনাল নাও হতে পারে ইডেনে। সেই সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।