News update
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     

কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ক্রিকেট 2024-02-28, 12:17am

panel-mayor-shadow-cricket-tournament-held-in-kalapara-on-tuesday-24aafd9a5af0bbd08d7a2d7695fd71781709057864.jpg

Panel Mayor Shadow cricket tournament held in Kalapara on Tuesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পৌর শহরের পুরাতন হাসপাতাল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন তাহিরা ফাইটার দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৭০০০ টাকার প্রাইজ মানি তুলে দেন কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির। 

মনপুরা ফ্যাশন খেলায় রানার্সআপ দল হিসেবে ট্রফি ও ৫ হাজার টাকার প্রাইজ মানি নেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অতিথিদের হাত থেকে। খেলায় ম্যান অব দ্যা সিরিজ মোঃ সালমানের হাতে ক্রেষ্ট, ১৫০০ টাকার প্রাইজ মানি এবং ম্যান অব দ্যা ম্যাচ মোঃ রানার হাতে ক্রেস্ট ও ১০০০ টাকার প্রাইজ মানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং বিশেষ অতিথি প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবিরের কাছ থেকে।

বাজার ক্রিকেট ক্লাবের আয়োজনে প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশ নেয়। ১৫ ওভারের ফাইনাল খেলায় মনপুরা ফ্যাশন ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৩৪ রানে তাহিরা ফাইটার দলের কাছে পরাজিত হয়। - গোফরান পলাশ