News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

টি-টোয়েন্টিতে জয়ের হাফ-সেঞ্চুরি বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-10, 9:21am

image-82010-1678369258-cc8b4ec6c0841ef024f85959f4f4c1db1678418480.jpg




চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এটি টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের ৫০তম জয়।

২০০৬ সালের ২৮ নভেম্বর প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ঐ ম্যাচটি ৪৩ রানে জিতেছিলো টাইগাররা।

১৪৫ ম্যাচে জয়ের হাফ-সেঞ্চুরি করে বাংলাদেশ। এরমধ্যে ৯২টিতে হার ও ৩টি ম্যাচ পরিত্যক্ত হয় টাইগারদের।

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি জয় আছে বাংলাদেশের। ২০ ম্যাচ খেলে ১৩টিতে জিতেছে টাইগাররা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান :

বিপক্ষ দল    ম্যাচ    জয়    হার

আফগানিস্তান    ৯    ৩    ৬

অস্ট্রেলিয়া    ১০    ৪    ৬

ইংল্যান্ড    ২    ১    ১

হংকং    ১    ০    ১

ভারত    ১২    ১    ১১

আয়ারল্যান্ড    ৫    ৩    ১

কেনিয়া    ১    ১    ০

নেপাল    ১    ১    ০

নেদারল্যান্ডস    ৪    ৩    ১

নিউজিল্যান্ড    ১৭    ৩    ১৪

ওমান    ২    ২    ০

পাকিস্তান    ১৮    ২    ১৬

পাপুয়া নিউ গিনি    ১    ১    ০

স্কটল্যান্ড    ২    ০    ২

দক্ষিণ আফ্রিকা    ৮    ০    ৮

শ্রীলংকা    ১৩    ৪    ৯

আরব আমিরাত    ৩    ৩    ০

ওয়েস্ট ইন্ডিজ    ১৬    ৫    ৯

জিম্বাবুয়ে    ২০    ১৩    ৭। তথ্য সূত্র বাসস।