News update
  • Zimbabwe team in Dhaka for a 5-match T20I series with Tigers     |     
  • Is floating object in Patuakhali canal, a used torpedo     |     
  • 1.30 crore sacrificial animals to be sold during Eid-ul-Azha     |     
  • Poor navigability hits launch plying in Kaptai Lake     |     
  • Non-AC High Schools in Dhaka, 4 other dists closed on Monday     |     

খারাপ উইকেটে খেলা বাংলাদেশকে ক্ষতি করছে: রাসেল ডোমিঙ্গো

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-05-28, 6:54am

image-43760-1653661572-41e43b0a36d94a2b04785c2b8653518f1653699272.jpg




অতীতে খারাপ উইকেটে খেলার কারণে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কাঙ্খিত উন্নতি করতে পারছেনা-  মনে করেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। সাম্প্রতিক সময়ে ম্যাচ হারার চিত্র তেমনই প্রমান দিচ্ছে বলে জানান ডোমিঙ্গো।  

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত বড় দলকে হারানোর জন্য চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ঘরের মাঠে সুবিধাজনক উইকেট তৈরি করেছিলো বাংলাদেশ। ঐসময় ঘরের মাঠে বড় দলগুলোর বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ জিতেছিলো টাইগাররা। কিন্তু বিদেশের মাটিতে ধুকতে  হয়েছিলো তাদের।

তবে দায়িত্ব নেয়ার পর ভালো উইকেট বানানোর কথা বলেছিলেন ডোমিঙ্গো। কিন্তু ফলাফল সন্তোষজনক  নয়। কারন ঘরের মাঠে ভালো উইকেটেও লড়াই করতে হয়েছিলো বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর এখন শ্রীলংকার বিপক্ষে  সবগুলো সিরিজই হারে টাইগাররা।

ডোমিঙ্গো মনে করেন, বাজে উইকেটে খেলার অভ্যাসে খাতায় এখনও ধুকছে বাংলাদেশ।

ডোমিঙ্গো জানান, চট্টগ্রাম ও ঢাকায় ভালো দু’টি উইকেট পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে যখন ভালো খেলেছে,  ঢাকায় দু’টি ইনিংসেই অভিজ্ঞতাসম্পন্ন টপ অর্ডারে ধস নামে। যা দেখাটা হতাশাজনক ছিল।

তিনি বলেন, ‘এই উইকেট দু’টি ভাল ছিল। এমন হবার কারন, খারাপ উইকেটে খেলতে অভ্যস্ত তারা। ভালো উইকেটে খেলা মানেই দীর্ঘমেয়াদে উন্নতি করা।’ তথ্য সূত্র বাসস।