News update
  • Don't leave healthcare to profit-driven actors: Prof Yunus     |     
  • Key issues that Prof Yunus may raise in UNGA speech Friday     |     
  • Israeli Strikes Intensify Gaza City Crisis, Casualties Rise     |     
  • Bangladesh Bank urges insurers to fight illicit money flows     |     
  • Prof Yunus introduces political leaders with top US companies     |     

গকসু নির্বাচন: সকালেই ভোটারদের সরব উপস্থিতি

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-09-25, 12:06pm

rtret45432345234-ce147e8fcc89929e5200561ba2e6782a1758780391.jpg




সাত বছর পর আবারও গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ১৯টি কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ভোট শুরুর আগেই মূল ফটক থেকে বাদামতলা, ট্রান্সপোর্ট চত্বরসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের লম্বা সারি দেখা যায়। কেউ বই হাতে, কেউবা প্ল্যাকার্ড হাতে আবার কেউ স্লোগান দিতে দিতে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। সকাল থেকেই তাদের উল্লেখযোগ্য অংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে।

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী নোমান বলেন, নিরাপদ পরিবেশে অত্যন্ত শৃঙ্খলাপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগগুলো প্রশংসনীয়।

বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী রতুল জানান, ভোটকেন্দ্রের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। তবে বায়োকেমিস্ট্রি বিভাগের ৩৭৩ জন ভোটারকে একটি মাত্র কেন্দ্রে ভোট দিতে হচ্ছে, তাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।আরটিভি