News update
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     
  • Nepal has first woman Prime Minister as March elections set     |     
  • 50 Killed as Israel Intensifies Strikes on Gaza City     |     
  • UN General Assembly Endorses New York Declaration on Two-State Solution     |     

দুপুরের আগেই জাকসু নির্বাচনের ফল ঘোষণা হতে পারে

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-09-13, 10:33am

tytry54645-fc8ca2557cc38a3f5a93edd129aea8201757738018.jpg




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা এখনও চলমান রয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনভর ভোটগ্রহণের পর রাত সাড়ে নয়টা থেকে শুরু হওয়া এই ভোট গণনার ছত্রিশ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১২টি হলের ভোট গণনা শেষ হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ক্লান্তির কারণে ভোট গণনা কিছুটা ধীরগতিতে চলছে। তবে দুপুরের আগেই যেকোনো মূল্যে ফলাফল ঘোষণা করার প্রচেষ্টা চালাচ্ছেন তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ করা হয়।

এবার জাকসুর মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। 

সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ৯ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একেকটি হলে পদসংখ্যা ১৫। ২১টি হল সংসদে মোট পদ ৩১৫টি। এতে ৪৭৭ জন প্রার্থী হয়েছেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী নেই। একজন করে প্রার্থী রয়েছে ৬৭টি পদে। সে হিসেবে মাত্র ২৪টি পদে ভোট হয়েছে। এনটিভি