News update
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     

ছাত্রীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য: রাবির সেই ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-09-04, 2:46pm

49e16d36d1933b37c4c4a0051e3e0063394a9eb7a3e5a15a-3ffcecd9f20e47aef2ae37855055f74f1756975593.jpg




রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই ৩৬’ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দফতর সম্পাদক নাফিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আনিসুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তিনি দাবি করেছেন, ওই সময় ফেসবুক আইডি তার ‘নিয়ন্ত্রণে ছিল না।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার পরে হলে ফেরায় জুলাই ৩৬ হলের ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের অফিসে তলব করে নোটিশ দেয় হল কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

পরদিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সমালোচনার মুখে অনিবার্য কারণ দেখিয়ে নোটিশটি প্রত্যাহার করে নেয় হল প্রশাসন। ফেসবুকে এ সংক্রান্ত একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে ছাত্রদল নেতা আনিসুর রহমানের আইডি থেকে ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলে মন্তব্য করা হয়।

এ দিকে, ছাত্রদল নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলের ছাত্রীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ছাত্রদলের নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানান ছাত্রীরা। এ ছাড়া সাইবার বুলিং প্রতিরোধে একটি সেল গঠন করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।