News update
  • Resumption of US Tests May Trigger Threats from Other Nuke Powers     |     
  • Zubaida goes to Evercare again at night to stay beside Khaleda     |     
  • Urgent earthquake preparedness underlined to minimise damage     |     
  • International Day of Persons with Disabilities celebrated at Barura     |     
  • Bangladesh achieves 97% typhoid vaccine coverage for children     |     

ক্ষমা চাইলেন উমামা ফাতেমা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-08-26, 7:45am

f326ab5e376b2546941edcaec4f192be1b79a9b2b119fdb7-a85727d3bc0bc7fae1c8a56f7b92b58a1756172717.jpg




আচরণবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি লঙ্ঘন করে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে প্রচারণা চালানোর অভিযোগ ওঠায় ক্ষমা চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। যদিও তিনি দাবি করেছেন ওই আবাসিক হলে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কোনো প্রচারণা তিনি চালাননি।

সোমবার (২৫ আগস্ট) প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে তিনি লিখিত আবেদন করেন। 

এরআগে, নিয়ম ভঙ্গ করে মধ্যরাতে রোকেয়া হলে অবস্থান করায় ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরই মাঝে, বিষয়টিকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেছেন, আমি নিজেই রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে দেখা করেছি এবং একটি অ্যাপ্লিকেশন দিয়েছি। যেহেতু আমি নিয়মবহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি, তাই হল প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি।

এ বিষয়ে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গতকাল আমার রোকেয়া হলে প্রবেশকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে কথা তোলা হচ্ছে। আমি গতকাল কোনো নির্বাচনি প্রচার বা মিটিং করতে যাইনি। দীর্ঘদিনে মানসিক ধকলের কারণে মেন্টাল রিলিফের জন্য বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি হলগেট ১০টায় বন্ধ হওয়ার আগেই হলে প্রবেশ করি। তাই রাত দেড়টায় আসার বিষয়ে যে ভুয়া খবরটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কেউ প্রমাণ করতে পারবে না আমি ভোট চেয়েছি।

তিনি বলেন, স্বতন্ত্র ইলেকশন করার কারণে অযথা হ্যারাস করছে, যারা চায়নি আমি ইলেকশনে থাকি। ইচ্ছাকৃতভাবে আমাকে অপরাধী সাজিয়ে ফেসবুকের কাঠগড়ায় বিচার বসানো হয়েছে। এসব উদ্দেশ্যপ্রণোদিত হেনস্থা নির্বাচনকে কেন্দ্র করেই চালানো হচ্ছে। পরিস্থিতিতে ঘোলাটে করে তোলা হলে আমি নিজেই রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে দেখা করে কথা বলি এবং একটি অ্যাপ্লিকেশন দেই। অ্যাপ্লিকেশনের ছবি নিচে যুক্ত করেছি। যেহেতু আমি নিয়মবহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি তাই হল প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি।