News update
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     
  • Dhaka ranks world’s third worst in air quality Saturday     |     
  • Sylhet residents endure mosquito invasion amid dengue surge     |     
  • Lioness brought back to Zoo cage after one hour of escape     |     
  • Resumption of US Tests May Trigger Threats from Other Nuke Powers     |     

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি আদায়ে ১২ ঘণ্টার আল্টিমেটাম

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-08-26, 7:32am

53068f32cfcaa0149913b42de80a8f5510864743c666d85b-71a41cecf70be807aeec55afa66a9d9e1756172062.jpg




বুয়েট শিক্ষার্থী রোকনের উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মধ্যরাতে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। তবে যমুনার পথে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেডের মুখে পরিবাগ মোড়ে অবস্থান নিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্নায় ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এছাড়া প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন করার বিষয়েও তারা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তবে এই দুই দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এর আগে ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে ২৪-২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।