News update
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     

শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সুখবর দিয়ে তালিকা প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-06-27, 8:05pm

img_20250627_200422-52da987d0e2c583ba53f42255fff20f71751033105.jpg




বিশেষ অনুদান পাওয়া ৬ হাজার ৯৯৯ জন শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী ও ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশেষ অনুদান খাতে বরাদ্দ করা অর্থ বিতরণের লক্ষ্যে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

অনুদান পাওয়াদের মধ্যে ২৫০ জন শিক্ষক-কর্মচারী, ৬ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী ও ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৪ হাজার ৪৭ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৯ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তরের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

স্কুল-কলেজের প্রতিটিকে ১ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে এই টাকা পাঠানো হবে।