News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন রাবির ড. তৌফিক

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-05-14, 12:50pm

d9f6f293faec8ba6698bae443b66f46b1d91889648158455-56b4f753a65bde3f2b87579284cace0a1747205409.jpg




টানা ২৯ দিনের আন্দোলন, অস্থিরতা ও প্রশাসনিক সংকটের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

মঙ্গলবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে নানা অনিয়ম ও ইউজিসি তদন্ত প্রতিবেদন এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে অব্যাহতি দেয়া হয়।

এ দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেয়ায় উল্লাসে মেতেছেন শিক্ষকরাও। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শুচিতা শরমিনের অপসারণের দাবি পূরণ হওয়ায় মঙ্গলবার রাত পৌনে ১০টায় আনন্দে মাতেন আন্দোলনকারীরা। বিতরণ করা হয় মিষ্টি।

জানা যায়, টানা আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেইসঙ্গে উপ-উপাচার্য এবং ট্রেজারারকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন উপাচার্য নিয়োগের আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মো. তৌফিক আলমকে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তী ভিসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেমের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে যোগদান করে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন, অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ছিলো শুচিতা শরমিনের বিরুদ্ধে। করেন শিক্ষার্থীদের নামে মামলাও। মামলা প্রত্যাহারসহ নানা দাবিতে প্রায় একমাস আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা; এতে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদেরও একাংশ একাত্মতা প্রকাশ করেন। তথ্য সূত্র সময়।