News update
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     
  • Sustainable, rights-based solutions to Rohingya crisis urged     |     

গুলশান-১ অবরোধ করেছে তিতুমীরের শিক্ষার্থীরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-01-31, 11:03pm

img_20250131_230108-d7a07f64fba0e4e6ef1cf1933bc9330d1738343028.jpg




স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে এবার রাজধানীর গুলশান-১ নম্বর সড়কের মোড় অবরোধ করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া গাড়িগুলো আটকা পড়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর দাবিটি দীর্ঘদিনের। কিন্তু এই যৌক্তিক দাবিটি নিয়ে তালবাহানা করা হচ্ছে। অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিতে হবে। অন্যথায় আন্দোলন চলবে। আমরা ঘরে ফিরে যাবো না।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কলেজের সামনের সড়কে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘসময় খাবার ও পানীয় গ্রহণ না করায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে দুই শিক্ষার্থীকে শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১০ জন অনশনরত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

এর আগে, সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে গত বুধবার (২৯ জানুয়ারি) থেকে আমরণ অনশন শুরু করেন তারা। পরদিন রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। এসময় তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হচ্ছে-

১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ‘আইন’ এবং ‘জার্নালিজম’ বিষয় সংযোজন করতে হবে।

৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

আরটিভি