News update
  • Mother, son die in lightning strike in Khagrachhari     |     
  • Dhaka’s air quality 7th worst in the world Sunday morning     |     
  • Dhaka’s air quality 7th worst in the world Sunday morning     |     
  • Floods in southern Brazil force 70,000 from homes     |     
  • Botswana buries 44 victims of South Africa bus crash     |     

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে কী বলছেন অভিভাবকরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-04-25, 10:41pm

1714042984-7967d611ea071b1d4374515ef44fdba0-3781c4965e4da476669e1fd8a025042b1714063458.png




দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই রোববার (২৮ এপ্রিল) থেকে খুলছে স্কুল-কলেজ। ক্ষতি পুষিয়ে নিতে শনিবার সরকারি বন্ধের দিনও চলবে ক্লাস। এমন নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। তারা বলছেন, তাপমাত্রা কিছুটা কমার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ভালো হতো।

দেশের বেশিরভাগ জেলায় বইছে মাঝারি থেকে তীব্র দাবদাহ। রোজা ও ঈদের ছুটি শেষে চলতি সপ্তাহের শুরুতে স্কুল-কলেজ খোলার কথা থাকলেও, পরিস্থিতি বিবেচনায় তা পেছানো হয়। কিন্তু তাপপ্রবাহ পরিস্থিতির কোনো উন্নতি না হলেও এলো রোববার থেকে স্কুল-কলেজ খোলার নির্দেশনা।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে দেয়া প্রজ্ঞাপনে জানানো হয়, ২৮ এপ্রিল থেকে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শেণিকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখা হবে শিক্ষার্থীদের। দাঁড় করানো যাবে না অ্যাসেম্বলিতে।

এতে আরও বলা হয়, সপ্তাহব্যাপী স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৪ মে থেকে শনিবার সরকারি বন্ধের দিনও চালু থাকবে শিক্ষা কার্যক্রম।

গরমের দাপট না কমলেও, স্কুল-কলেজ খুলতে যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন উদ্বিগ্ন অভিভাবকরা।

অভিভাবকরা বলছেন, গরমে বাসায় থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে। স্কুলে গিয়ে শিক্ষার্থীরা টিকতে পারবে না। এছাড়া স্কুলে বিদ্যুৎ থাকে না বলেও জানান কেউ কেউ। তাপমাত্রা সহনীয় হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ভালো হয় বলে মত দেন অনেকেই। দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে। এ অবস্থায় স্কুল খোলা ঠিক হবে না বলে মনে করেন অনেক অভিভাবক।

এর আগে তীব্র তাপদাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল মাউশি। সময় সংবাদ।