News update
  • BD, Gambia hope resolution to genocide case filed against Myanmar     |     
  • Rally held at DU against Israeli Zionism     |     
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     

চাঁদাবাজির অভিযোগে ঢাবির তিন শিক্ষার্থী গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-02-06, 4:03pm

resize-350x230x0x0-image-210749-1675673793-cc168203cd320c9de781072c83cc81b51675677818.jpg




কাভার্ড ভ্যান আটকে চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ছানী নাঈম আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহাম্মদ। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

উপপরিদর্শক মো. ওমর ছানী জানান, রাত ৩টার দিকে কাভার্ড ভ্যান আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। চালক টাকা দিতে অসম্মতি জানালে তার থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন শিক্ষার্থীরা। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা চকবাজার থানা পুলিশ তাদের আটক করে। পরে তাদের তিনজনকে নিয়ে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার দেখিয়েছেন। আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।