News update
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     
  • Global Marine Protection Treaty Enters into Force     |     
  • US Immigrant Visa Suspension Triggers Concern for Bangladesh     |     

ইরানে দূতাবাস বন্ধ করল নিউজিল্যান্ড

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-01-16, 7:29pm

img_20260116_192752-86650d158a7831e34af12075c47adb911768570186.jpg




ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সহিংসতা এবং পরিস্থিতির চরম অবনতি হওয়ায় তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার(১৬ জানুয়ারি) নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দূতাবাসের সমস্ত কূটনীতিককে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা বাণিজ্যিক ফ্লাইটে নিরাপদ স্থানে পৌঁছেছেন। বর্তমানে তেহরান দূতাবাসের যাবতীয় কার্যক্রম তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থানান্তর করা হয়েছে। 

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স ইরানের নিরাপত্তা বাহিনীর চালানো ‘নির্মম দমন-পীড়নের’ কড়া নিন্দা জানিয়ে বলেছেন, তেহরানের সহিংস প্রতিক্রিয়ায় তার দেশ স্তম্ভিত। ইরানিদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকার থাকলেও তা বর্তমানে বুলেটের মাধ্যমে দমন করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিউজিল্যান্ড সরকার তাদের নাগরিকদের অনতিবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে এবং দেশটিতে সব ধরনের ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 

নিউজিল্যান্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, তীব্র যোগাযোগ বিভ্রাটের কারণে ইরানে থাকা বিদেশি নাগরিকদের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়েছে। ওয়েলিংটনে অবস্থিত ইরানি দূতাবাসের কাছে সরাসরি উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা তেহরানে ফিরবে না।