News update
  • Student-led shrimp farming sparks rural aquaculture boom in Naogaon     |     
  • Bangladesh Sets Path for Sustainable Farming by 2050     |     
  • Child rescued from deep tube-well hole in Ctg dies     |     
  • Days ahead will be very challenging for journalists' - ABM Mosharraf     |     
  • Foreign Loan Disbursement Drops 30% Amid Rising Debt Burden     |     

উৎসবমুখর পরিবেশে ব্রাসিলিয়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

স্টাফ করেস্পন্ডেন্ট কুটনীতি 2025-04-14, 11:48pm

whatsapp-image-2025-04-14-at-13-1283fff87aca8c176897fc7265a72c141744652929.jpeg




বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়া এক আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে। রোববার (১৩ এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে নববর্ষ উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। পরে ঐতিহ্যবাহী "এসো হে বৈশাখ" গানটি সমবেতভাবে গেয়ে নতুন বছরকে বরণ করা হয়।

নববর্ষের আমেজে দূতাবাস চত্বর সাজানো হয় বর্ণিল আলপনা, ফেস্টুন, বেলুন, ফুল ও পোস্টারে, যা দূতাবাস প্রাঙ্গণকে পরিণত করে এক খণ্ড বাংলাদেশে। মিশনের সব সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে সেজে এই আনন্দ-উৎসবে যোগ দেন।

অনুষ্ঠানে ছিলো নানান খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা। অংশগ্রহণকারীদের জন্য ছিলো আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও। খেলাধুলা ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীরা প্রাণবন্তভাবে নববর্ষ উদযাপন করেন।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা তার শুভেচ্ছা বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং দেশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য প্রবাসে তুলে ধরায় সবাইকে ধন্যবাদ জানান।